ক্রমিক নং |
বিষয়বস্তু |
বিবরণ |
১ |
প্রকল্পের নাম |
“ডেভলপমেন্ট অফ ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-৩ (ইনফো সরকার ফেজ-৩)” প্রকল্প |
২ |
মেয়াদ |
জানুয়ারি ২০১৭ - জুন ২০২০ |
৩ |
জনবল |
কর্মকর্তা: ৭০ জন কর্মচারী: ৭৩ জন |
৪ |
পটভূমি |
বাংলাদেশ সরকারের "ডিজিটাল বাংলাদেশ: ভিশন ২০২১" নিশ্চিত করার লক্ষ্যে "২০২১ সালের মধ্যে সর্বত্র ইন্টারনেট"একটি যুগান্তকারী পদক্ষেপ। এই সরকারের একটি গুরুত্বপূর্ণ আইটি অবকাঠামো হল “জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার ৩য় পর্যায়)” প্রকল্প। তিনটি ধাপে সম্পন্ন এই প্রকল্পের ১ম ধাপে ছিল বাংলাগভনেট (১ম পর্যায়) এবং ২য় ধাপে ছিল ইনফো-সরকার (২য় পর্যায়) প্রকল্প। ৩য় পর্যায়ে পূর্বে প্রতিষ্ঠিত নেটওয়ার্কটি সম্প্রসারিত করার লক্ষ্যে সারা দেশে ২৬০০টি ইউনিয়নকে এই নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। |
৫ |
লক্ষ্য ও উদ্দেশ্য |
|
৬ |
প্রকল্পের উল্লেখ্যযোগ্য কম্পোনেন্ট |
এই প্রকল্পে অত্যাধুনিক Dense Wavelength Division Multiplexing (DWDM) পদ্ধতিতে দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট ব্যাকবোন অবকাঠামো নির্মাণ করা হবে। এই অবকাঠামো নির্মাণে ১৯,৫০০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল ব্যবহৃত হবে যার মধ্যে ১২,০০০ কিলোমিটার ওভারহেড পদ্ধতিতে এবং ৭,৫০০ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড পদ্ধতিতে স্থাপন করা হবে। আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মধ্যে ৪,৫০০ কিলোমিটার ওপেনকাট পদ্ধতিতে এবং ৩,০০০ কিলোমিটার স্থাপনের জন্য Horizontal Directional Drilling (HDD) পদ্ধতি ব্যবহার করা হবে। দেশের ২,৬০০ ইউনিয়নকে এই অবকাঠামোর আওতায় আনা হবে। এছাড়াও ১,০০০ পুলিশ অফিসে Virtual Private Network (VPN) সংযোগ প্রদান করা হবে। |
৭ |
বাস্তবায়ন অগ্রগতি |
|
৮ |
প্রশিক্ষণ |
স্থানীয়: ৭২০ জন বৈদেশিক: ৩৪ জন |
৯ |
সেমিনার/কর্মশালা/আয়োজিত ইভেন্ট ও প্রতিযোগিতা |
|