Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ ডিসেম্বর ২০২১

ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্প

রমিক নং

বিষয়বস্তু

বিবরণ

প্রকল্পের নাম

ডেভলপমেন্ট অফ ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-৩ (ইনফো সরকার ফেজ-৩)” প্রকল্প

মেয়াদ

জানুয়ারি ২০১৭ - জুন ২০২০

জনবল

কর্মকর্তা: ৭০ জন

কর্মচারী: ৭৩ জন

পটভূমি

বাংলাদেশ সরকারের "ডিজিটাল বাংলাদেশ: ভিশন ২০২১" নিশ্চিত করার লক্ষ্যে "২০২১ সালের মধ্যে সর্বত্র ইন্টারনেট"একটি যুগান্তকারী পদক্ষেপ। এই সরকারের একটি গুরুত্বপূর্ণ আইটি অবকাঠামো হল “জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার ৩য় পর্যায়)” প্রকল্প। তিনটি ধাপে সম্পন্ন এই প্রকল্পের ১ম ধাপে ছিল বাংলাগভনেট (১ম পর্যায়) এবং ২য় ধাপে ছিল ইনফো-সরকার (২য় পর্যায়) প্রকল্প। ৩য় পর্যায়ে পূর্বে প্রতিষ্ঠিত নেটওয়ার্কটি সম্প্রসারিত করার লক্ষ্যে সারা দেশে ২৬০০টি ইউনিয়নকে এই নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে।

লক্ষ্য ও উদ্দেশ্য

  • ২৬০০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ স্থাপন;
  • ৬৪ টি জেলা ও ৪৮৮ টি উপজেলার মধ্যে Dense Wavelength Division Multiplexing (DWDM) নেটওয়ার্ক স্থাপন;
  • ১০০০টি পুলিশ অফিসে Virtual Private Network (VPN) সংযোগ প্রদান;
  • ইউনিয়ন পর্যায়ে ২৬,০০০ সরকারী অফিসে উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান;
  • বিদ্যমান ব্যাকবোন নেটওয়ার্ক এর ক্ষমতা বৃদ্ধি;
  • নেটওয়ার্ক তদারকি এবং ব্যবস্থাপনার জন্য Network Monitoring System (NMS) প্রতিষ্ঠা;
  • আউটসোর্সিং এর মাধ্যমে বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

প্রকল্পের উল্লেখ্যযোগ্য কম্পোনেন্ট

এই প্রকল্পে অত্যাধুনিক Dense Wavelength Division Multiplexing (DWDM) পদ্ধতিতে দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট ব্যাকবোন অবকাঠামো নির্মাণ করা হবে। এই অবকাঠামো নির্মাণে ১৯,৫০০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল ব্যবহৃত হবে যার মধ্যে ১২,০০০ কিলোমিটার ওভারহেড পদ্ধতিতে এবং ৭,৫০০ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড পদ্ধতিতে স্থাপন করা হবে। আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মধ্যে ৪,৫০০ কিলোমিটার ওপেনকাট পদ্ধতিতে এবং ৩,০০০ কিলোমিটার স্থাপনের জন্য Horizontal Directional Drilling (HDD) পদ্ধতি ব্যবহার করা হবে। দেশের ২,৬০০ ইউনিয়নকে এই অবকাঠামোর আওতায় আনা হবে। এছাড়াও ১,০০০ পুলিশ অফিসে Virtual Private Network (VPN) সংযোগ প্রদান করা হবে।

বাস্তবায়ন অগ্রগতি

  • ১৮,৯৩৩ কি.মি. অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপন সম্পন্ন হয়েছে;
  • ২৬০০ টি ইউনিয়নের মধ্যে ২,২৪৮ টি ইউনিয়নে নেটওয়ার্ক যন্ত্রপাতি স্থাপন সম্পন্ন হয়েছে;
  • ১,৯৭২ টি ইউনিয়ন নেটওয়ার্ক মনিটরিং সিস্টেমে সংযোগ করা হয়েছে;
  • ৯৯০টি পুলিশ অফিসে VPN কানেক্টিভিটি সম্পন্ন হয়েছে;
  • ইতোমধ্যে ২৬০০ ইউনিয়ন এর মধ্যে ১৯৭৩ টি ইউনিয়নে WiFi Router স্থাপন করা হয়েছে;  
  • ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্পের মাধ্যমে দেশের ৬০ শতাংশ ভৌগোলিক এলাকার প্রায় ১০ কোটি জনগণ দ্রুতগতির ইন্টারনেট সংযোগের আওতায় আসবে।

প্রশিক্ষণ  

স্থানীয়: ৭২০  জন

বৈদেশিক: ৩৪ জন

সেমিনার/কর্মশালা/আয়োজিত  ইভেন্ট ও প্রতিযোগিতা

  • মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ০৫ আগস্ট ২০১৮ খ্রি: এবং ০১ নভেম্বর ২০১৮ খ্রি: তারিখে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৪৫ জেলার ১৪০০টি ইউনিয়নের কানেক্টিভিটি উদ্বোধন করা হয়েছে।
  • মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা মহোদয় কর্তৃক ১১ এপ্রিল ২০১৮ খ্রি: তারিখে ০৬ জেলার ১৬০টি ইউনিয়নের কানেক্টিভিটি উদ্বোধন করা হয়েছে।
  • মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মহোদয়, ০৫ আগস্ট ২০১৭ খ্রি: তারিখে সিলেটে HDPE Duct স্থাপন কার্যক্রম পরিদর্শন, ০৮ ফেব্রুয়ারি ২০১৯ খ্রি: তারিখে কক্সবাজারে, ১৪ মার্চ ২০১৯ খ্রি: তারিখে রাজশাহীতে এবং ০৩ এপ্রিল ২০১৯ খ্রি: তারিখে খুলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
  • মাননীয় সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মহোদয়, গত ২৮ নভেম্বর ২০১৮ খ্রি: তারিখে রাজশাহীতে, ১৬ মার্চ ২০১৯ খ্রি: তারিখে কক্সবাজারে এবং ০২ মে ২০১৯ খ্রি: তারিখে মৌলভীবাজারে আয়োজিত সেমিনারে অংশগ্রহণ করেন। 

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon